নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
উন্নয়ন ও নাগরিক সুবিধার বিষয় গুরুত্ব দিয়ে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ জুন) দুপুর সাড়ে ১২ টায় নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান ২০২১-২০২২ অর্থবছরের জন্য ১৮ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ২০০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।

মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম পৌরসভার কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন, আকরাম হোসেন, সাইফুল ইসলাম, আখতারুজ্জামান উজ্জ্বল, রফিকুল ইসলাম অপু, আবু সাঈদ মিলন ও নুরুন্নাহার মিষ্টি প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন নন্দীগ্রাম পৌরসভার সচিব আব্দুল বাতেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় হঠাৎ ব্যাংক লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় কোনো পূর্ব ঘোষনা ছাড়াই সোমবার দুপুরে হঠাৎ বেশিরভাগ সরকারি ব্যাংকের লেনদেন …