মঙ্গলবার , এপ্রিল ৩০ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: 
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ১ কোটি ৯৩ লাখ ৬২২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছেন চেয়ারম্যান রেজাউল করিম কামাল। 

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে চেয়ারম্যান রেজাউল করিম কামালের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সচিব সিদ্দিকুর রহমান, 

উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা, শাহারুল ইসলাম, ইউপি সদস্য সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান, হরিশ্চন্দ্র, আব্দুল হামিদ, আব্দুর রশিদ, আল-আমিন, শামীম আলম, খাদেমুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য পাপিয়া আকতার, ইয়ানুর নেছা, সাহেরা বেগম, সাংবাদিকবৃন্দ, নন্দীগ্রাম ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্যরা। 

চেয়ারম্যান রেজাউল করিম কামাল জানান, এ বাজেটে নন্দীগ্রাম ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট, ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন, ক্রীড়া ও সেবামূলক কাজে গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও দেখুন

নাটোরের লালপুরে হিটস্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে হিট স্ট্রোকে রেজাউল করিম (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ ২৯ …