শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ৩ ফসলি জমিতে অবৈধ পুকুর খনন করায় ১ জনের কারাদন্ড

নন্দীগ্রামে ৩ ফসলি জমিতে অবৈধ পুকুর খনন করায় ১ জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম- বগুড়া:
বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে ৩ ফসলি জমিতে পুকুর খনন করায় ১ জনকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নন্দীগ্রাম পৌরসভার ৩নং ওয়ার্ডের বৈলগ্রামের ইউনুস আলী বড় ডেরাহার পূর্বমাঠে তাঁর ৩ ফসলি জমিতে ভেকু দিয়ে পুকুর খনন শুরু করে।

বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানতে পেরে সোমবার রাত আনুমানিক ৯ টার দিকে সেখানে যায়। সেসময় তাঁর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে জমির মালিক ও মাটি পরিবহণ কাজে ব্যবহৃত ট্রাক চালকরা দ্রুত পালিয়ে যায়। ওই সময় ভেকু চালক সুজন আলীকে আটক করে পুলিশ।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাঁকে ১ লাখ টাকা জরিমানা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। এছাড়া ভেকু মেশিনের ২টি ব্যাটারি ও চাবি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, দন্ডপ্রাপ্ত সুজন আলীকে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, কোথাও অবৈধভাবে পুকুর খনন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …