নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে ৩০ টাকার পেঁয়াজ ৯০ টাকা বিক্রি করায় জরিমানা

নন্দীগ্রামে ৩০ টাকার পেঁয়াজ ৯০ টাকা বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে ৩০ টাকার পেঁয়াজ ৯০ টাকা বিক্রি করায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মাস্ক না পড়ায় ৩ পথচারীকে ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। ১৬ই সেপ্টেম্বর সকালে উপজেলার কুন্দারহাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম।

জানা গেছে, কুন্দারহাট বাজারে ৩০ টাকা কেজি দরের পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি করতে শুরু করে ব্যবসায়ীরা। এ সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম একদল পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখায় অত্যবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন- ১৯৫৬ এর ৬ ধারায় খুচরা ব্যবসায়ী ছোরাব আলী ৫০০ টাকা ও ফারুক হোসেনের ৫০০ টাকা জরিমানা করেন।

এছাড়া মুখে মাস্ক না পড়ার অপরাধে ৩ পথচারীকে ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম বলেন, অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও মাস্ক না পড়ায় ৩ পথচারীকে ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

নন্দীগ্রামে সাংবাদিকদের ঐক্য গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকদের ঐক্য গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১১ মে) …