নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে রণবাঘাহাট কমমূল্যে ইজারা দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বগুড়া জেলাধীন নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী রণবাঘাহাট-বাজার ইজারা প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কমমূল্যে রণবাঘাহাট-বাজার ইজারা প্রদান করায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে।
১৯ মে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে মেসার্স রাহী এন্টারপ্রাইজকে ৮৩ লাখ ৪০ হাজার টাকায় রণবাঘাহাট-বাজার চলতি বছরের জন্য ইজারা প্রদান করা হয়। অথচ বিগত বছরে রণবাঘাহাট-বাজার ১ কোটি ৩৩ লাখ ২৭ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছিলো। কমমূল্যে রণবাঘাহাট-বাজার ইজারা প্রদানের প্রতিবাদে ও ইজারা বাতিলের দাবিতে ২০ মে দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত জানান, কমমূল্যে রণবাঘাহাট-বাজার ইজারা প্রদানের প্রতিবাদে ও ইজারা বাতিলের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আওয়ামী লীগ নেতা রাকিবুল হাসান রাজ্জাক বলেন, মেসার্স রাহী এন্টারপ্রাইজ কালো তালিকাভুক্ত থাকায় বিগত দিনে হাট-বাজার ইজারায় অংশগ্রহণ করতে পারেনি। সেই মেসার্স রাহী এন্টারপ্রাইজকে কিভাবে রণবাঘাহাট-বাজার ইজারা দেওয়া হয়? সরকারের রাজস্ব বৃদ্ধির স্বার্থে পুনরায় দরপত্র আহ্বান করলে ওই হাটের ইজারামূল্য বৃদ্ধি পাবে। তাই বিষয়টি কর্তৃপক্ষের গুরুত্ব দেওয়া দরকার।
