নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে মানবিক সহায়তা বিতরণ

নন্দীগ্রামে মানবিক সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
করোনা পরিস্থিতিতে বগুড়ার নন্দীগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

২৯ এপ্রিল সকাল ১০ টায় উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে ইউনিয়নের ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা মোহাম্মদ আলী ছিদ্দিক, মোত্তালেব হোসেন, ইউপি সচিব আব্দুল বাছেদ, ইউপি সদস্য আব্দুল হাকিম, আব্দুল ওয়াহেদ, আব্দুস সালাম, হাসেম আলী, আব্দুল গফুর, জাহাঙ্গীর আলম বাবু, হাসিনা বেগম ও খাদিজা বেগম প্রমুখ।

প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি মসুরডাল, ১ কেজি চিনি ও ১ লিটার সোয়াবিন তেল দেয়া হয়। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্য আমি কাজ করে আসছি। জনগণের সুখেদুঃখে পাশে আছি এবং আগামীতেও থাকবো।

আরও দেখুন

স্মাট ফোনে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে স্মাট মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে …