শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / নন্দীগ্রামে ভোক্তা অধিকারের সেমিনার 
Exif_JPEG_420

নন্দীগ্রামে ভোক্তা অধিকারের সেমিনার 

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া) :  বগুড়ার নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তারের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সহসভাপতি একেএম ফজলুল হক, বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রোপাইটর আফজাল হোসেন ও আরব আলী হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রোপাইটর আরব আলী প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *