নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ 

নন্দীগ্রামে ভাটরা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ জুন) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী। 

সেসময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা ফাতেমা খাতুন, ইউপি সদস্য জয়নাল আবেদীন, ফরিদুল ইসলাম, হাসান মাহমুদ, মাহাবুর রহমান, আব্দুল গফুর, মোস্তাছুর রহমান তোতা, শাহী সুলতানাসহ সকল ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্যরা। 

ভাটরা ইউনিয়নের মোট ২১৯৭ জন হতদরিদ্র মানুষ ১০ কেজি করে ভিজিএফ এর চাল পেয়েছে। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী জানান, প্রকৃত হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করে প্রতিজনকে ১০ কেজি করে ভিজিএফ এর চাল দেওয়া হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে সাংবাদিকদের ঐক্য গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকদের ঐক্য গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১১ মে) …