নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রামে বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: 
বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডলের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, মেডিকেল অফিসার ডা. জ্যোর্তিময় কবিরাজ, থালতা মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

উক্ত কর্মশালায় কোভিড-১৯ সংক্রমণ রোধে জনসচেতনতা, বাল্যবিবাহের কুফল, তামাক ও তামাক জাতীয় পণ্য ব্যবহারে স্বাস্থ্যগত সমস্যা, মাতৃমৃত্যু এবং শিশুমৃত্যু রোধে করণীয়, শুদ্ধাচার ও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় অংশগ্রহণ করেন জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, পুরহিত, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এনজিও প্রতিনিধিসহ অন্যান্যরা।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …