নীড় পাতা / জেলা জুড়ে / নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পন্ড

নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পন্ড

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম:

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ক্ষমতাসীন আওয়ামী লীগের বাঁধার মুখে পন্ড হয়ে গেছে। 

১ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে নন্দীগ্রাম ফিলিং স্টেশনের উত্তর পাশে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি ছিলো। অপরদিকে একই দিনে একই সময়ে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগ শান্তি সমাবেশ আয়োজন করে। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিলো। সেই লক্ষে বিকেলে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে উপস্থিত হচ্ছিলো। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। তারা আমাদের এখানে অনেকগুলো চেয়ার ভাঙচুরসহ বিএনপির নেতাকর্মীদের মারধর করে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তারা আমাদের উপর ইট পাটকেল ছুঁড়ে মারে। এ ঘটনায় আমাদের ৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশ পূর্বনির্ধারিত কর্মসূচি ছিলো। উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশের আগে মিছিলের উপরে বিএনপি নামক সন্ত্রাসীরা অতর্কিত ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। পরে আমরা স্থানীয় জনসাধারণকে নিয়ে বিএনপি নামক সন্ত্রাসীদের প্রতিহত করেছি। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, একইদিনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ কর্মসূচি ছিলো। আওয়ামী লীগের একটি মিছিল বিএনপির কার্যালয়ের দিকে আসলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আমরা তাদেরকে শান্ত করে সরিয়ে দিয়েছি। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম।  ককটেল নিক্ষেপ বা গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি। আর সেখানে কেউ হতাহত হয়নি। 

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …