নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ফসলি জমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

নন্দীগ্রামে ফসলি জমিতে পুকুর খনন করায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রঞ্জয় তেঘর মৌজায় ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে আব্দুল মজিদ নামে এক ভেকু মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। বুধবার (২ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, উপজেলার ভাটরা ইউনিয়নের থালতাপাড়া গ্রামের সারোয়ার হোসেন নামে একজন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও রাস্তার কালভার্টের মুখ বন্ধ করছিলো।

এ কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভেকু (এস্কেভেটর) মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে খননকৃত পুকুর পুুনরায় ভরাট করানোসহ কালভার্টের মুখ খুলে দেওয়া হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাকসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাক উদ্ধারসহ তিন …