নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রঞ্জয় তেঘর মৌজায় ফসলি জমিতে পুকুর খননের অভিযোগে আব্দুল মজিদ নামে এক ভেকু মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। বুধবার (২ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম জানান, উপজেলার ভাটরা ইউনিয়নের থালতাপাড়া গ্রামের সারোয়ার হোসেন নামে একজন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন ও রাস্তার কালভার্টের মুখ বন্ধ করছিলো।
এ কারণে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভেকু (এস্কেভেটর) মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে খননকৃত পুকুর পুুনরায় ভরাট করানোসহ কালভার্টের মুখ খুলে দেওয়া হয়।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …