শুক্রবার , এপ্রিল ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে প্লাস্টিক বস্তা ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা 

নন্দীগ্রামে প্লাস্টিক বস্তা ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুনদহ (রুপিহার) এলাকায় অবস্থিত আকবর অটো রাইস মিলে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার না করে প্লাস্টিক বস্তা ব্যবহার করায় আকবর অটো রাইস মিলের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পরবর্তীতে পাটের বস্তা ব্যবহারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

আরও দেখুন

বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স্থানে নামাজ আদায় করেছেন …