নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত 

নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক এবং নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ। তারপর যুব ঋণের চেক বিতরণ করা হয়। পরে বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়াও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগসহ উপজেলার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে। 

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *