নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে নবাগত ও বিদায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার আয়োজনে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার ও বিদায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা শিক্ষা অফিসে তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী, সিরাজুন্নেছা, ইউআরসির ইন্সট্রাক্টর শাকিল আহম্মেদ, নবাগত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ আলী সিদ্দিক ও বিদায়ী সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মোবারক আলী, সহ-সভাপতি আব্দুস সাত্তার, আকলিমা খাতুন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়গুন নেছা, আছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আজম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক ইব্রাহিম আলী, আসকান আলী সরদার, জাহাঙ্গীর হোসেন, আব্দুল হামিদসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …