রবিবার , এপ্রিল ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

নন্দীগ্রামে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া): ‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‌্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, নন্দীগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম ও মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি প্রমুখ।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …