নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস পালিত 

নন্দীগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস পালিত 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রামঃ

বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সফল মা আরজুমা খাতুন প্রমুখ।  

আরও দেখুন

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন …