নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ক্রসব্রীড বকনা ও উপকরণ বিতরণ

নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ক্রসব্রীড বকনা ও উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ক্রসব্রীড বকনা ও উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে ২৯ এপ্রিল দুপুর ১২ টায় উপজেলা প্রণিসম্পদ দপ্তর চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অরুনাংশু মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

উপজেলার ২৪ টি ক্ষুদ্র্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ক্রসব্রীড বকনা, গোখাদ্য ও গোয়াল ঘরের জন্য উপকরণ বিতরণ করা হয়। যা পেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্যরা খুশি হয়েছে। তাদেরই একজন প্রদিপ কুমার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমাদের যা দিচ্ছে তা অন্য কোনো সরকার কখনই দেয়নি। এ জন্য আমরা খুব খুশি।

আরও দেখুন

নাটোরের লালপুরে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে দুর্বৃত্তের গুলিতে আওয়ামীলীগ নেতা মোঃ মনজুর রহমান মঞ্জু নিহত হয়েছেন। আজ …