নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে কৃষক লীগের আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নন্দীগ্রামে কৃষক লীগের আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে কৃষক লীগের আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলা কৃষক লীগের উদ্যোগে দলীয় কার্যালয় হতে আনন্দ র‌্যালি বের হয়।

এরপর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, জেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সাগর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, পৌর কৃষক লীগের সভাপতি আশরাফুল ইসলাম সুমন, সহ-সভাপতি রাজা শেখ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মুনির হোসেন, কৃষক লীগ নেতা গোলাম মোস্তফা ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম দুলাল প্রমুখ।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …