নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

নন্দীগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
‘তথ্য আমার অধিকার জানা আছে কি সবার’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, তথ্যসেবা কর্মকর্তা তাবাসসুম উলফাত, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্র্রাক্টর সাকিল আহম্মেদ, থানার এসআই নুর আলম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান ও সাংবাদিক জিল্লুর রহমান রয়েল প্রমুখ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় সেরা শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে সেরা শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান নির্বাচিত …