নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে আইন লঙ্ঘন করায় পৃথকভাবে ২জনের ৭৪ হাজার টাকা জরিমানা 

নন্দীগ্রামে আইন লঙ্ঘন করায় পৃথকভাবে ২জনের ৭৪ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার নন্দীগ্রামে আইন লঙ্ঘন করায় পৃথকভাবে ২জনের ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

জানা গেছে, বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজারের ধান ব্যবসায়ী ওয়াইদুল ইসলাম পাটের বস্তা ব্যবহার না করায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে তাকে ৪ হাজার টাকা জরিমানা করেন। ধান ব্যবসায়ী ওবাইদুল ইসলাম রণবাঘা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

এরপর ওই ভ্রাম্যমাণ আদালত নন্দীগ্রাম উপজেলার ডেরাহার গ্রামের পূর্ব মাঠে ইউনুস আলী নামে এক ব্যক্তি অবৈধভাবে পুকুর খনন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে। ইউনুস আলী নন্দীগ্রাম উপজেলার বৈলগ্রামের লছের উদ্দিনের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। তিনি জানান, কেউ আইন লঙ্ঘন করলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …