রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন-মাটি বিক্রয় করার অপরাধে ৩জনের নামে মামলা ও ১জনের জরিমানা 

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন-মাটি বিক্রয় করার অপরাধে ৩জনের নামে মামলা ও ১জনের জরিমানা 

নিজস্ব প্রতিবেদক ,নন্দীগ্রাম (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে ভেকু দিয়ে পুকুর খনন-মাটি বিক্রয় করার অপরাধে ৩জনের নামে মামলা ও ১জনের জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামে অবৈধভাবে পুকুর খনন-মাটি বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তখন সেখানে পুকুর খনন-মাটি বিক্রয়কারী কাউকে উপস্থিত না পাওয়ায় তথ্য ও প্রমাণের ভিত্তিতে তিনি রিধইল গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে আবু জাফর (৫৫), মোজাম্মেল হকের ছেলে  আতিকুল ইসলাম (৩৫) ও একাব্বর হোসেনের ছেলে ওবাইদুল ইসলাম (৪৫) এর নামে নামে থানায় নিয়মিত মামলা করার নির্দেশ দেন। পরে শুক্রবার রাতেই বুড়ইল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মনিরুজ্জামান বাদী হয়ে জলমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ৩জনের নামে থানায় নিয়মিত মামলা দায়ের করেন। 

একইদিন বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামে অবৈধভাবে ভেকু দিয়ে পুকুর খনন-মাটি বিক্রয়ের অপরাধে ভাটগ্রামের বাবলু মিয়ার ছেলে নুরুন্নবী (৩৪)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার এতথ্য নিশ্চিত করে জানান, কেউ আইন অমান্য করলেই ভ্রাম্যমাণ আদালত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …