নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামের ট্রাক হেলপারের সড়ক দুর্ঘটনায় মৃত্যু

নন্দীগ্রামের ট্রাক হেলপারের সড়ক দুর্ঘটনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম ইউনিয়নের কামালকুড়ি গ্রামের দবির উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন (১৪) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি যশোরে ট্রাক দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ মার্চ দিবাগত রাতে তার মৃত্যু হয়। থানার এসআই রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

আরও দেখুন

রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে আছে সরকার

নিউজ ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের সহায়তায় …