নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁর সাপাহারে এক বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

নওগাঁর সাপাহারে এক বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা বিওপি এলাকা থেকে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে মোশাররফ হোসেন (৩৫) নামে একজন বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আটক মোশাররফ হোসেন জেলার পোরশা উপজেলার রাঙ্গাপুকুর গ্রামের নুরুন্নবীর ছেলে।

নওগাঁ ১৬ বিজিবি’র সিইও লেপ্টেনেন্ট কর্নেল কবির জানান, শুক্রবার(২২ জানুয়ারি) সকালে গরু আনতে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ১৫৯ নং ব্যাটালিয়নের টেক্কাপাড়া ক্যাম্পের দায়িত্বরত জোয়ানেরা তাকে আটক করেছে।

তিনি বলেন, আটক মোশাররফ হোসেনকে উদ্ধারে বিজিবির তরফ থেকে বিএসএফের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও দেখুন

পুরো গ্রাম জালিয়ে দিতে দুর্বৃত্তদের আগুন

নিজস্ব প্রতিবেদক:নাটোরের নলডাঙ্গায় আবার একটি বাড়িতে ও একটি খড়ের গাদায় একযোগে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর …