নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁ / নওগাঁয় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক অভিজ্ঞতা বিনিময় সভা

নওগাঁয় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক অভিজ্ঞতা বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর বদলগাছিতে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শীর্ষক নারীর অংশগ্রহন এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) খাঁন ফাউন্ডেশনের আয়োজনে রবিবার(২২ নভেম্বর ) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বদলগাছি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার কল্পনা।

খাঁন ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী আরিফা এবং প্রোগ্রাম অফিসার নুরুজ্জামান বুলবুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম। সভায় বক্তারা নির্বাচিত ও সম্ভাব্য নারীর প্রতিনিধিগন সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে যুক্ত হয়ে সেবার মান উন্নয়নে ভূমিকা, সেবা প্রদানকারীর সাথে অপরাজিতাদের সমন্বয়বৃদ্ধি এবং নিজ নিজ নির্বাচনী এলাকার জনগণের নিকট গ্রহনযোগ্যতা বৃদ্ধির মাধ্যমে নারী নেতৃত্বের উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার হাসান আলী, শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা। অন্যান্যের মধ্যে পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ নারী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও দেখুন

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন …