নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ধারাবারিষা ফুটবল একাডেমিকে ক্রীড়াসামগ্রী দিলেন ডিএমপি পুলিশ কর্মকর্তা

ধারাবারিষা ফুটবল একাডেমিকে ক্রীড়াসামগ্রী দিলেন ডিএমপি পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার উদীয়মান খেলোয়াড়দের উৎসাহিত করার লক্ষ্যে ধারাবারিষা ফুটবল একাডেমিকে ক্রীড়াসামগ্রী দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ হান্নানুল ইসলাম।

সোমবার বিকেলে ‘ধারাবারিষা ফুটবল একাডেমি’র তত্বাবধায়ক শিক্ষক মাসুদুর রহমানের মাধ্যমে ক্রীড়াসামগ্রীগুলো একাডেমির হেড কোচ ইলিয়াস কাঞ্চনসহ খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়।

ওই তত্বাবধায়কের ব্যক্তিগত আবেদনের পরিপ্রেক্ষিতে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ডিএমপির ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ হান্নানুল ইসলাম ১২টি ফুটবল প্রদান করেন। তাঁর প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ওই ফুটবল একাডেমির সদস্যরা

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …