নীড় পাতা / আইন-আদালত / দেশের সব আদালতের ভেতরে বাইরে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

দেশের সব আদালতের ভেতরে বাইরে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

দেশের সব আদালত ও ট্রাইব্যুনালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এজন্য প্রধান বিচারপতির নির্দেশনায় দেশের সব আদালতের ভেতরে বাইরে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (১৬ জানুয়ারি) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের সই করা এক বিজ্ঞপি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনালের এজলাস, বিভাগ, প্রতিটি ফটক ও আদালতের বাইরে সিসিটিভি এবং আদালত সীমানার চারদিকে প্রাচীর দেওয়ালে সিকিউরিটি পোস্ট স্থাপনসহ ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও দেখুন

নাটোরের বড়াইগ্রামে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় ৩ জনকে আটকাদেশ দিয়েছে আদালত                  

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে ধর্ষণ মামলায় আকাশ ইসলাম(১৭), তুজাম দেওয়ান (১৬) ও মোঃ রানা(১৬) তিন …