নীড় পাতা / উত্তরবঙ্গ / দুর্গাপূজা উপলক্ষ্যে পুঠিয়া পৌর মেয়র রবি’র বাণী

দুর্গাপূজা উপলক্ষ্যে পুঠিয়া পৌর মেয়র রবি’র বাণী

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন।

বাণীতে মেয়র রবি বলেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এবারও উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আমি পুঠিয়া পৌরবাসীসহ দেশের হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

বাণীতে মেয়র আরো বলেন, দুর্গাপূজার সাথে মিশে আছে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন এবং অর্চনার পাশাপাশি সকলে আনন্দ-উৎসবে মিলিত হন। তাই এ উৎসব সর্বজনীন। করোনা মহামারির কারণে এবার ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হতে যাচ্ছে। করোনা প্রার্দুভাবের এই সময়ে সরকারি ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের আহবান জানাচ্ছি।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।

আরও দেখুন

নন্দীগ্রামে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাকসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাক উদ্ধারসহ তিন …