নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ার শীতের আগাম শাক-সব্জির ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি

দুপচাঁচিয়ার শীতের আগাম শাক-সব্জির ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় শীতের আগাম শাক-সব্জির ফলন ভাল হওয়ায় কৃষকের মুখে হাসি। অগ্রহায়ণের সকালে হালকা কুয়াশা মনে করিয়ে দেয় আগমনী বার্তা। সঞ্জয়পুর গ্রামের কৃষক আফজাল হোসেন জানান,উপজেলা জুড়ে চলছে আগাম জাতের শীতকালীন শাক-সব্জির চাষাবাদ।

অনুকূল আবহাওয়ায় শাক-সব্জির উৎপাদন ভালো হওয়ায় কৃষক যেমন লাভবান,ক্রেতারা নতুন শাক-সব্জি পেয়ে খুশী।তিনি বলেন,ক্ষেতে আগাম শাক-সব্জির চাষ করার জন্য অধিক পরিশ্রম ও আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা ক্ষেত থেকে ফসল তুলে বাজারে ভালো দাম পেয়ে অনেক কৃষক লাভবান হচ্ছেন।

এরই মধ্যে উপজেলা জুড়ে সর্বত্র শুরু হয়েছে শীতকালীন শাক-সব্জির আবাদ। নতুন শাক-সব্জি যেমন,পালং-শাক,লাউ-শাক,লাল-ডাটা-শাক,পুঁই-শাক,পাট-শাক,নতুন আলু,বেগুন,পটল,মুলা কাঁপা মরিচ ও পেয়াজ সহ নানা ধরনের সব্জি। আগাম শীতের শাক-সব্জি আবাদ করে জেলার বিভিন্ন উপজেলায় বিক্রি করে কৃষকেরা হাসিমুখে পরিবার নিয়ে দু’বেলা ডাল ভাত খেয়ে বেচেঁ থাকে।
উপজেলার আটগ্রাম এলাকার কৃষক বিমল দাস জানান,কম খরচে অল্প সময়ের মধ্যে শাক-সব্জি তুলে বাজার জাত করা যায়। আার আগাম সব্জিতে ভালো দাম পাওয়া যায়।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …