নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
দুপচাঁচিয়ার ডাকাহার বালিকা দাখিল মাদ্রাসার অনিয়মতান্ত্রিকভাবে গঠিত ম্যানেজিং কমিটি বাতিল সহ নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবীতে মাদ্রাসার অভিভাবক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল ২০এপ্রিল বুধবার মাদ্রাসার সামনে ডাকাহার-তিষীগাড়ী রাস্তায় সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রজিব উদ্দিন, আকবর আলী, ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউনুছ আলী ফকির, মাসিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম, এলাকাবাসী রশিদুল ইসলাম, আব্দুল হান্নান, রেজাউল হক, রুহুল আমিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার সুপার নজরুল ইসলাম তার অনুগত লোকদের নিয়ে কমিটি গঠন করেছেন। সেই সাথে তাঁরা অবিলম্বে এ কমিটি বাতিল সহ নিয়োগ বাণিজ্য বন্ধের দাবী জানা। দাবী না মানলে তারা মাদ্রাসা বন্ধ করে দেয়া হুসিয়ারী প্রদান করেন। এ বিষয়ে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / দুপচাঁচিয়ায় বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি বাতিল ও নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবীতে মানববন্ধন
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …