নীড় পাতা / আইন-আদালত / দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতা সহ আটক ৪

দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতা সহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া(বগুড়া):
বগুড়ার দুপচাঁচিয়া থেকে মাদক বিক্রেতা সহ আটক ৪। ৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ জন মাদক বিক্রি ও অন্য মামলার আসামী সহ ৪ জনকে আটক করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনর্চাজ হাসান আলী জানান, এসআই বকুল হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপচাঁচিয়া থানাধীন তালোড়া ইউনিয়নে মেঘা গ্রামের আব্দুস সামাদের স্ত্রী জাহানারা বানু(৪৬).থানা -দুপচাঁচিয়া.অপরজন মৃত- মকবুল হোসেনের ছেলে আব্দুল আলীম(৩৫).সাং-কুন্দগ্রাম,থানা-আদমদিঘী,উভয়ের জেলা-বগুড়া কে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় তাদেরকে আটক করে।

একই তারিখে রাত সারে এগারোটার সময় দুপচাঁচিয়া থানার এসআই আলেফ উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা এলাকা তিশিগাড়ি নাক স্থানে বরেন্দ্র ফার্টিলাইজার (প্রাঃ) লিমিটেডে এর গেটের সামনে অপেক্ষমান ব্যক্তির কাছে গাঁজা বিক্রি করার সময় বাবলু ফকিরের ছেলে খায়রুল ইসলাম(৩০).সাং-পশ্চিম আলোহালী,(দামাপাড়া),থানা-দুপচাঁচিয়া,জেলা-বগুড়া কে আটক করে।

এছাড়াও ৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার রাত সোয়া এগারো টার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রাশেদুল ইসলাম ফোর্স সহ একটি আভিযানিক দল দুপচাঁচিয়া থানাধীন তালোড়ার বড়চাপড়া গ্রামের বেলাল মন্ডলের ছেলে সুমন(২৫),সাং-স্বর্গপুর মধ্যপাড়া,থানা-দুপচাঁচিয়া,জেলা-বগুড়াকে তালোড়া বাজারের সন্নিকটে গাজাঁ বিক্রি করার সময় হাতেনাতে আটক করে। আটকদের কাছ থেকে ২ শ’ ৯০ গ্রাম গাজাঁ জব্দ করে। বুধবার ৯ই ফেব্রুয়ারী আটককৃত ৪ জনার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন । বুধবার ৯ই ফেব্রুয়ারী আটককৃত ৪ জনার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন ।

আরও দেখুন

নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমি জনবল থেকে স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার এবং সরকার …