নীড় পাতা / উত্তরবঙ্গ / দুপচাঁচিয়ায় অটোগাড়ীর চাপায় শিশুর মৃত্যু

দুপচাঁচিয়ায় অটোগাড়ীর চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়ায় তেলীগাড়ী নামক জায়গায় অটোগাড়ী চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু। ৭ (সেপ্টেম্বর) মঙ্গবার বিকেল পাঁচ টায় দুপচাঁচিয়া থানাধীন তেলীগাড়ী নামক জায়গায় অটোগাড়ীতে বসে মা তার ৮ মাসের শিশু কে নিয়ে দুপচাঁচিয়া থেকে বাড়ীতে যাওয়ার পথে তেলিগাড়ী নামক জায়গা পিছন থেকে আরেকটি অটোগাড়ী সজোরে ধাক্কা দিলে সামনে অটোগাড়ীতে বসে থাকা অবস্থায় মা ও বাবা রুবেল ফকির সহ শিশু কন্যা হুমায়রা জান্নাত(৮ মাস),পিছন থেকে ছিটকে রাস্তায় পরে গেলে পিছন থেকে আসা অটোগাড়ীর চাপায় মুত্যু হয়।

ঘটনার স্থলে স্থানীয় জনগন উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার এসআই এরশাদ আলী সঙ্গীয় ফোর্স সহ ঘটনার স্থল পরিদর্শন করে মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ না থাকায় উক্ত ভিকটিমের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তÍত করে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য হস্তান্তর করা হয় বলে থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।

আরও দেখুন

নাটোরে পূর্ব বিরোধের জেরে কৃষককে পিটিয়ে আহতের ঘটনায় মামলা নিতে পুলিশের গড়িমশি-
ঘটনার ১৫ দিন পর থানা পুলিশকে মামলা নিতে নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিবেদক:নাটোরে পূর্ব বিরোধের জেরে সোনাতন চন্দ্র দাস (৫৬) নামে এক কৃষককে পিটিয়ে আহত করার …