নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী সহ ২জন নিহত, আরও ৩ জন চিকিৎসাধীন

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী সহ ২জন নিহত, আরও ৩ জন চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের নবাবগঞ্জের বিরামপুর গোবিন্দগঞ্জ মহা সড়কের চড়ার হাট নামক স্থানে মাল বোঝাই ট্রাকের সাথে বেটারী চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে এক জন নারী সহ দুই জন নিহত হয়েছে।

নিহতরা হলেন উপজেলার আন্দোলগ্রাম নয়াপাড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা বেগম(৪০), রঞ্জপুর গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র আঃ রশিদ(৬০)। আরও ৩ জন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আজ সকাল সাড়ে ৮ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

থানা ও প্রতক্ষদর্শী সুত্রে জানা গেছে- দুর্ঘনায় পতিত ইজিবাইকটি বিরামপুর থেকে ভাদুরিয়া অভিমুখে যাওয়ার পথে অপর দিকে থাকা আসা একটি মালবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিলে ইজিবাইকের যাত্রী আঞ্জুয়ারা বেগম ও আঃ রশিদ ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে মারা যান। ঘটনার সময় ট্রাক চালক ট্রাকটি রেখে পালিয়ে যায়।

এদিকে থানা পুলিশ ঘাতক ট্রাক ও নিহতদের লাশ থানায় নিয়ে আসে। পরে লাশ দুটি ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেলে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …