নীড় পাতা / জেলা জুড়ে / দিঘাপতিয়া শিশু সদনে সৈয়দ মোর্তজা আলী বাবলু

দিঘাপতিয়া শিশু সদনে সৈয়দ মোর্তজা আলী বাবলু

নিজস্ব প্রতিবেদকঃ

ঈদের নামাজ মসজিদে আদায় করে দিঘাপতিয়া বালিকা শিশু সদনে বাচ্চাদের সংগে দেখা করতে যান জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দমোর্তজা আলী বাবলু। সেখানে তিনি ঈদের দিনের তিন বেলা খাবারের ব্যবস্থা করেন। সকালে ওরা খিঁচুরি, ডিম ভাজি,লাচ্চা সেমাই, খেয়েছে। দুপুরে খাবে পোলাও,খাসির মাংস, মুগের ডাউল,মুরগির রোষ্ট, সালাদ, দৈ ও মিষ্টি রাতে খাবে সাদা ভাত ও মাংস। নিজে দাড়িয়ে থেকে রান্নার তদারকি করেন তিনি।এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ডাঃ আবুল কালিাম আজাদ।

সৈয়দ মোর্তজা আলী বাবলু জানান, প্রতি বছর পরিবারের সকল সদস্যদের নিয়ে এতিম বাচ্চাদের সংঙ্গে ঈদের দিনটি কাটাই। কিন্তু,করোনাভাইরাসের কারণে বাচ্চাদের নিরাপদ রাখার জন্য সদনে লোক সমাগম সীমিত করা হয়েছে। সে কারণে শুধু বাচ্চাদের তিন বেলা খাবার ব্যবস্থা করেছি। দুপুরের রান্না চলছে। আমরা অনেকেই এক সঙ্গে সদনে সময় কটাতাম বাচ্চারাও খুশি হতো। করোনার কারণে সম্ভব হলো না। আমরা সকলে এই এতিম বাচ্চাদের জন্য আল্লাহপাকের দরবারে দোয়া করি তারা যেন এই করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখেন। সে সঙ্গে আমরা সকলে ঘরে থাকি। নিজে নিরাপদ থাকি, পরিজনকে নিরাপদ রাখি।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …