নীড় পাতা / অর্থনীতি / দাম কম হলেও নাটোরের চামড়া বেচাকেনা খুশি মৌসুমী ব্যবসায়ী এবং আড়তদাররা

দাম কম হলেও নাটোরের চামড়া বেচাকেনা খুশি মৌসুমী ব্যবসায়ী এবং আড়তদাররা

নিজস্ব প্রতিবেদক:
দাম কম হলেও নাটোরের চামড়া বেচাকেনায় খুশি মৌসুমী ব্যবসায়ী এবং আড়তদাররা। শনিবার দুপুর থেকে সারারাত চামড়া বেচাকেনা হয়েছে আড়তগুলোতে। রবিবার সকালে আড়ত গুলোতে অপেক্ষাকৃত কমদামে খাসির চামড়া বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা পিস হিসেবে এবং গরুর চামড়া প্রতি পিস বিক্রি হয়েছে আড়াইশো থেকে ৩শ টাকা দরে।

যেহেতু বিক্রেতা পর্যায়ে কম দামে কেনা সেই কারণে আরতে কম দামে বিক্রি করলেও অখুশি নন মৌসুমী ব্যবসায়ীরা। তবে তাদের লক্ষ্য পূরণ হবে কিনা এ নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত না তারা। আরো দুই সপ্তাহ গেলে তখনই বোঝা যাবে করোনার কারণে কতটা প্রভাব পড়েছে কোরবানি এবং চামড়ার বাজারে।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …