নিজস্ব প্রতিবেদক:
দাম কম হলেও নাটোরের চামড়া বেচাকেনায় খুশি মৌসুমী ব্যবসায়ী এবং আড়তদাররা। শনিবার দুপুর থেকে সারারাত চামড়া বেচাকেনা হয়েছে আড়তগুলোতে। রবিবার সকালে আড়ত গুলোতে অপেক্ষাকৃত কমদামে খাসির চামড়া বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা পিস হিসেবে এবং গরুর চামড়া প্রতি পিস বিক্রি হয়েছে আড়াইশো থেকে ৩শ টাকা দরে।
যেহেতু বিক্রেতা পর্যায়ে কম দামে কেনা সেই কারণে আরতে কম দামে বিক্রি করলেও অখুশি নন মৌসুমী ব্যবসায়ীরা। তবে তাদের লক্ষ্য পূরণ হবে কিনা এ নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত না তারা। আরো দুই সপ্তাহ গেলে তখনই বোঝা যাবে করোনার কারণে কতটা প্রভাব পড়েছে কোরবানি এবং চামড়ার বাজারে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …