নীড় পাতা / জেলা জুড়ে / থ্যালাসেমিয়ায় আক্রান্ত ফারুক বাঁচতে চায়

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ফারুক বাঁচতে চায়

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরের সিংড়ায় থ্যালাসেমিয়া নামক ব্যয়বহুল রোগে আক্রান্ত হয়ে জীবননাশের মুখে কিশোর ফারুক হোসেন (১৮)। সে সিংড়া পৌরসভার বালুভরা মহল্লার মৃত জাহিদুল ইসলামের পুত্র। জোড়মল্লিকা-নিংগইন উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পাশ করার পরে আর পড়াশোনা করতে পারেনি ফারুক। ২০১৯ সালে চিকিৎসকের পরামর্শে পরিক্ষা-নিরীক্ষা করে ধরা পড়ে জটিল রোগ থ্যালাসেমিয়া।

চিকিৎসকের পরামর্শ মতো প্রতিমাসে তার শরীরে ২ থেকে ৪ ব্যাগ করে “ও” পজেটিভ রক্ত দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় নিহত বাবা আর গৃহিনী মায়ের একমাত্র অবলম্বন ফারুক। প্রতিমাসে প্রায় ১০ হাজার টাকা চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারের। ছেলের এমন অবস্থায় মা ফিরোজা বেগম দিশেহারা হয়ে পড়েছেন।

জানা যায়, মা-বাবা, বড় বোন আর ৫ বছর বয়সী ছোট ভাইয়ের সাথে ভালোই কাটছিল ফারুকের কৈশোর জীবন। স্বপ্ন ছিল লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে পরিবারের পাশে দাঁড়াবে। হঠাৎ ২০১৯ সালে তার মরণব্যাধি থ্যালাসেমিয়া ধরা পরলে বদলে যায় নিয়তি। চিকিৎসার খরচ জোগাতে বন্ধ হয় লেখাপড়া। ভাগ্যের নির্মম পরিহাসে গত বছর এক দুর্ঘটনায় বাবা জাহিদুল ইসলামও মারা যান। ফারুকের কপালে পরে চিন্তার ভাঁজ। বড় বোনকে বিবাহ, সংসারের ভরণপোষণ ও ফারুকের চিকিৎসার জন্য মা করেন অন্যের বাসা-বাড়িতে কাজ। হঠাৎ বোনের সংসার ভেঙ্গে গেল, ঠাঁই হলো ফারুকের জোড়াতালির সংসারে। চিকিৎসা-পরিবারের খরচ জোগাতে এনজিও থেকে টাকা নিয়ে ৮০ হাজার টাকায় একটি অটোরিক্সা কিনে ফারুক। প্রতারক চক্র ফাঁদে ফেলে সেটিও নিয়ে যায় গত মাসে। একদিকে মাসে প্রায় ১০ হাজার টাকা চিকিৎসা ব্যয়, সংসারের খরচ অপরদিকে এনজিও’র টাকা পরিশোধ করার চিন্তায় কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ফারুক ও তার মাকে। বর্তমানে মায়ের কাজের টাকায় চলছে সবকিছু।

ফারুকের মা ফিরোজা বেগম জানান, অনেক চিকিৎসা করেছি। এ পর্যন্ত ছেলের চিকিৎসার জন্য প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, থ্যালাসেমিয়া রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে রক্ত দেওয়া। ছেলেকে হৃদয়বান ব্যক্তিরা রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। ছেলের কষ্ট আর সহ্য হয়না। সরকার ও বিত্তবানদের কাছে ছেলেকে বাঁচাতে সাহায্যের আবেদন মা ফিরোজা বেগমের।

সাহায্য পাঠানোর জন্য ০১৩১৬২৬৭৮২৭ (নগদ)
সোনালী ব্যাংক সিংড়া শাখার হিসাব নং- ৪৯১২২০১০২৭৫৮৪

আরও দেখুন

বাগাতিপাড়ায় হঠাৎ ব্যাংক লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় কোনো পূর্ব ঘোষনা ছাড়াই সোমবার দুপুরে হঠাৎ বেশিরভাগ সরকারি ব্যাংকের লেনদেন …