নীড় পাতা / উত্তরবঙ্গ / ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার


নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মহেশপুর গ্রামের জেএমকে ইট ভাটায় মাটির ঢিবি খুরতেই বেড়িয়ে আসে কষ্টি পাথরের ভাঙ্গা হিন্দু ধর্মের মূর্তি যা প্রাচীন যুগে হিন্দু ধর্মের লোকেরা পুজা অর্চণা করতো।

জানা যায়, জেএমকে ইটভাটার শ্রমিকরা ঢিবি থেকে মাটি খুঁড়ার সময় দেখতে পায় কষ্টি পাথরের মূর্তিটা। ঐ ভাঙা মূর্তিটির ওজন প্রায় পাঁচ কেজি ৬০০ গ্রাম। সে সময় তারা ৯৯৯ এ কল দিলে পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন এসে ঘটনাস্থল থেকে মূর্তি উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রানীশংকৈল উপজেলার মহেশপুরের জেএমকে ইটভাটা থেকে কালো পাথরের ভাঙা মূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের ট্রেজারিতে পাঠানো হয়েছে। পরে এটি সংরক্ষণের জন্য নিশ্চিত করা হবে।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …