নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে পরিদর্শন করলেন পশ্চিমাঞ্চলের জিএম

ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে পরিদর্শন করলেন পশ্চিমাঞ্চলের জিএম

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় আসন্ন কোরবানির ঈদের আগে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে পাকশী বিভাগীয় রেলওয়ের ডিজেল লোকোমোটিভ রানিং সেড পরিদর্শন করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার ।

শনিবার (২ জুলাই) সকাল ১০ টায় রেলওয়ের ঈশ্বরদী ডিজেল লোকোমোটিভ রানিং সেড ঘুরে বিভিন্ন সমস্যা দ্রত সমাধান করতে বিভাগীয় রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন।

পরে দুপুর ১২ টায় রেলওয়ের ঈশ্বরদী ক্যারেজ এ্যান্ড ওয়াগন ডিপো পরিদর্শন করে রেলওয়ের কর্মচারীদের সাথে রেলওয়ের ঊদ্ধতন কর্মকর্তা, প্রকৌশলীবৃন্দ বৈঠক করেন।

তার আগে শনিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে সংযোগকারী সেলুন পাওয়ার কারে ঈশ্বরদী রেল জংশন স্টেশনে পৌঁছান।

এসময় পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক,প্রধান যান্ত্রিক প্রকৌশলী কুরদত ই খোদা, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী, শফিকুর রহমান, নিরাপত্তা বাহিনীর প্রধান কমান্ডেন্ট আশাবুল ইসলাম।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম, বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন, বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুল রহিম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী(ক্যারেজ) মমতাজুল ইসলাম সোহান, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মন্ডল, ঈশ্বরদী ডিজেল লোকোমোটিভ রানিং সেডের ইনচার্জ শারেক জামাল, ঈশ্বরদী ক্যারেজ এ্যান্ড ওয়াগন ডিপোর ইনচার্জ তন্ময় সরকার।

এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদারসহ বিভাগীয় কর্মকর্তাদের সাথে ডিজেল চালিত লোকোসেডের রেলওয়ে লোকোমোটিভ ইঞ্জিনের রানিং স্টাফ, ফিটিং স্টাফ- ক্যারেজ স্টাফ কর্মচারীর সাথে বৈঠক করেন।

যাত্রীবাহী ট্রেনগুলো স্টেশনে প্রবেশের পর, স্টেশন ছাড়ার আগে ট্রেনের বিভিন্ন কোচের যান্ত্রিক কোন সমস্যা বা ক্রটি আছে আছে কিনা? কাজের সময় তাদের কোন সমস্যা আছে কিনা! সমস্যা থাকলে সমাধানের চেষ্টা সম্পুর্কে অবহিত করেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ৪৪ জোড়া যাত্রীবাহী আন্তনগর, মেইল, লোকাল ট্রেন চলাচল করে। ঈদের আগে যাত্রীবাহী ট্রেন চলাচল যেন কোন বিঘ্ন না ঘটে, কোন ক্রটি না হয়, যার কারণেই লোকোমোটিভ কারখানাগুলো পরিদর্শন করা হচ্ছে। লোকোসেডের রেলওয়ে লোকোমোটিভ ইঞ্জিনের রানিং স্টাফ, ফিটিং স্টাফ-কর্মচারীর সাথে আলাপচারীতায় তাদের কোন সমস্যা আছে কিনা! ইঞ্জিন সেড পরিদর্শন করার আগে লোকোমোটিভ ইঞ্জিনের কোন ক্রটি বা সমস্যা আছে আছে কিনা? ভালোভাবে পরিক্ষা নিরিক্ষা করার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করতে পরামর্শ প্রদান করা হয়েছে।

ভোগান্তি ছাড়া, স্বাচ্ছন্দ্যে নিরাপদে ট্রেন চালিয়ে যাত্রী পরিসেবা চলমান রাখতে পাকশী বিভাগীয় রেলওয়ের স্ব-স্ব দফতরের রেলওয়ের কর্মকর্তা- কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম)।

আরও দেখুন

লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ …