শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / জার্সি নিলামে তুলতে বললেন সাকিব

জার্সি নিলামে তুলতে বললেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ
করোনাভাইরাস প্রতিরোধে হাসপাতালের জন্য অর্থ যোগানের উদ্দেশ্যে নিজের বিশ্বকাপ জেতা জার্সি নিলামে তুলেছেন ইংলিশ ক্রিকেটার জস বাটলার। অন্যদিকে অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নিলামে তুলেছেন নিজের বাড়ি। বাংলাদেশের ক্রিকেটারদের এমন কিছু করা যায় কিনা, সে ব্যাপারটি ভেবে দেখার আহ্বান জানিয়েছেন সাকিব।

গতকাল (শুক্রবার) রাতে ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এর ফেসবুক পেজের লাইভে এসে সাকিব বলেছেন, ‘অনেক খেলোয়াড় তাদের টি-শার্ট, ব্যাট নিলামে তোলেন। আমাদের এমন কিছু করার সুযোগ থাকলে করা উচিত। সবাইকে যে যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে।’

করোনাভাইরাস-যুদ্ধে অন্য অনেকের মতো সাকিবও সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।একই সঙ্গে সচেতনতামূলক বার্তাও দিচ্ছেন প্রায়ই।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে গুরুত্বপূর্ণ হলো ঘরে থাকা। সাকিব বারবার সাধারণ মানুষকে কথাটা মনে করিয়ে দিচ্ছেন, ‘যারা প্রয়োজন ছাড়া বের হচ্ছেন, তাদের প্রতি অনুরোধ ঘরে থাকুন। করোনার সময় গৃহবন্দি হয়ে থাকাটা একেক জনের কাছে একেক রকম। প্রথম বিশ্বের যে সব দেশ, তাদের জীবনযাপন একরকম। আমাদের জীবনযাপন আরেক রকম। আমাদের বেশিরভাগ মানুষ দিন এনে দিন খায়। তাদের জন্য পরিস্থিতিটা দুর্বিষহ ব্যাপার। তাদের জন্য ঘরে বসে থাকা কঠিন। কিন্তু যাদের সামর্থ্য আছে, তাদের উচিত ঘরে থাকা। করোনা মহামারি থেকে মুক্তি পেতে সবার সহযোগিতা একান্ত কাম্য।’

আরও একবার সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান নিষেধাজ্ঞায় থাকা এই অলরাউন্ডারের, ‘আমরা যারা সামর্থ্যবান আছি তাদের দায়িত্ব অনেক বেশি। অসহায় মানুষকে সাহায্য করে আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। সতর্কতার সঙ্গে বিষয়টি দেখা উচিত। ঢাকা শহরে যে পরিমাণ বস্তি আছে… তারা তো ঘরের ভেতরেই সামাজিক দূরত্ব মানতে পারবে না। তাদের তো একদিন বাইরে না গেলে খাবার জুটবে না। তাদের জন্য এ সময়টা অনেক কঠিন। এ জায়গায় আমরা যদি অবদান রাখতে পারি তাহলে আমাদের জন্য ভালো। তাহলে এ বিপদ সাময়িকভাবে উতরাতে পারব।’

প্রসঙ্গত, ইতিমধ্যে সাকিবের দাতব্য ফাউন্ডেশন ‘মিশন সেইভ বাংলাদেশ’-এর সঙ্গে যুক্ত হয়ে গরীব ও অসহায় মানুষের খাদ্যের যোগান দিয়েছেন বেশ কয়েকবার। এছাড়াও সম্প্রতি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামাদিও সরবরাহ করছেন তিনি।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …