রবিবার , এপ্রিল ২৮ ২০২৪
নীড় পাতা / জনদুর্ভোগ / জলাবদ্ধতা দূর করতে বৃষ্টির মধ্যেই রাস্তায় নামলেন নাটোরের মেয়র

জলাবদ্ধতা দূর করতে বৃষ্টির মধ্যেই রাস্তায় নামলেন নাটোরের মেয়র

নিজস্ব প্রতিবেদক:
জলাবদ্ধতা দূর করতে বৃষ্টির মধ্যেই রাস্তায় নামলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী। মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে শহরের আধুনিক সদর হাসপাতালের সামনের রাস্তা জলাবদ্ধতার সৃষ্টি হয়।

তিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিক লাগিয়ে দখল হয়ে যাওয়া ড্রেনের মুখ পরিষ্কার করার নির্দেশ দেন। এ সময় তিনি দাঁড়িয়ে থেকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এই পানি নিষ্কাশনের উৎসমুখ বন্ধ করে তার উপরে দোকানপাট নির্মাণ করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এসময় তার সাথে থাকা পৌর মেয়রের সাথে থাকা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু ক্ষোভ প্রকাশ করে এইসকল দখলদারদের উচ্ছেদের জন্য মেয়রের কাছে অনুরোধ জানান। এলাকাবাসীও এই সময়ে মেয়রের কাছে এই অবৈধ দখল উচ্ছেদের দাবি জানান।

হাসপাতাল রোডের দুই পাশের রাস্তা এবং ড্রেন দখল করে প্রভাবশালীরা দোকানপাট নির্মাণ করায় বৃষ্টিতে প্রায়ই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। উল্লেখ্য এই রাস্তায় বারবার পানি আটকে থাকার ফলে রাস্তা নষ্ট হয়ে যায় আবারো তাকে মেরামত করতে হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …