নীড় পাতা / জাতীয় / জলবায়ু সম্মেলনে ৫প্রভাব বিস্তারকারী বিশ্বনেতার তালিকায় শেখ হাসিনা

জলবায়ু সম্মেলনে ৫প্রভাব বিস্তারকারী বিশ্বনেতার তালিকায় শেখ হাসিনা

নিউজ ডেস্ক:
স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু বিষয়ক কপ-২৬ শীর্ষ সম্মেলনে বসেছেন বিশ্ব নেতারা। এই সম্মেলনের ফলাফলে প্রভাব ফেলবেন- এমন শীর্ষ ৫ বিশ্বনেতাকে ‘ডিলমেকারস’ হিসেবে অভিহিত করেছে প্রভাবশালী আন্তর্জাতিক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শীর্ষ ওই ৫ বিশ্বনেতাদের তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে ‘ঝুঁকিপূর্ণদের কণ্ঠস্বর’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদানের লক্ষে গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো পৌঁছান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখোমুখি হওয়া ৪৮ জাতি সদস্য দেশের গ্রুপ ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ’ এর পক্ষে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনা একজন অভিজ্ঞ এবং স্পষ্টভাষী রাজনীতিবিদ। যিনি জলবায়ু পরিবর্তনের তরতাজা অভিজ্ঞতা কপ-২৬ সম্মেলনে তুলে ধরেন। 

শেখ হাসিনা ছাড়াও তালিকায় রয়েছেন চীনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত শি ঝেংহুয়া, সৌদির আয়মান শাসলি, যুক্তরাজ্যের পরিবেশ প্রতিমন্ত্রী ও ‘কপ-২৬’ সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা এবং স্পেনের বাস্তুসংস্থান রূপান্তর মন্ত্রী তেরেসা রিবেরা।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …