নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় একটি সেমি অটো রাইস মিল বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার বনপাড়া পৌর শহরের কালিকাপুর নুতন বাজারে বেলাল হাজীর জাহিদ এন্টারপ্রাইজ নামে ওই মিলটি বন্ধ করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক মনির হোসেন। একই সাথে তিনি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম মোমীনুল ইসলামকে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বলেন।
এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও আনোয়ার পারভেজ, চালকল মালিক সমিতির সভাপতি এএইচএম কামাল, চাল ব্যবসায়ী শরিফুল ইসলাম, বাবুল হাজী, সোহরাব হোসেন প্রমূখ।
উপ-পরিচালক মনির হোসেন বলেন, রাইস মিলটি তৈরীর পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র না নিয়ে এবং মিল তৈরীর নূন্যতম শর্ত না মেনে জাহিদ এন্টার প্রাইজের মালিক বেলাল হাজী এটি পরিচালনা করে আসছিলেন। তাই তার নিকট থেকে মুচলেকা নিয়ে মিল বন্ধ করে দেয়া হয়েছে। সকল শর্ত পুরণ করে আবেদন করলে আমরা মিল চালানোর অনুমতি দেবো।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …