বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / চিৎকার -শাহিনা রঞ্জু

চিৎকার -শাহিনা রঞ্জু

চিৎকার

পেয়ে গেছি পেয়ে গেছি বলে
চিৎকার করে প্রায়শই রাস্তায় চলে
চিরচেনা মজনু
মুষ্টিবদ্ধ হাত নয়ন আকাশ পানে
উর্দ্ধশ্বাসে অবিরাম ধাবিত হয় সে,
শত ছিন্ন বস্ত্র তার উস্কোশুস্ক কেশ
পাড়ার শিশুরা তার পিছু পিছু ছোটে।

আকাশের থেকে মজনু
কী পেয়েছে চল দেখে আসি,
কিছু তার নিয়ে নেবক্ষণ
শিশুদের ক্ষিপ্র গতি মজনু থেমে যায়
একসাথে ছয় সাত জন
হাতের মুষ্টি ধরে টানে
মজনু হেরে যায় অবশেষে।

দু’হাতের মুষ্টি খুলে যায়
শিশুরা অবাক চোখে দেখে
মজনুর শুণ্য দুটি হাত
শুধুই মুষ্টিবদ্ধ ছিল
হতাশায় রাগে শিশুগণ দুচার ঘা দিয়ে দেয়
চটজলদি করে মজনু খিলখিলিয়ে হাসে
পুনরায় উর্দ্ধপানে চেয়ে ছুটে
সে পালিয়ে চলে যায়
পেয়ে গেছি পেয়ে গেছি
বলে আবারও চিৎকার করতে থাকে।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …