নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসে ককটেল নিক্ষেপের ঘটনায় যুবদল নেতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসে ককটেল নিক্ষেপের ঘটনায় যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসে ককটেল নিক্ষেপের ঘটনায় যুবদল নেতা আলী হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আলী হোসেন হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরের মাঝপাড়া এলাকার মেশবাহুল হকের ছেলে এবং যুবদলের সাবেক সহ-সভাপতি। আজ বুধবার দুপুরে শহরের সার্কিট হাউস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, গত রাতে নির্বাচন অফিসে ককটেল নিক্ষেপের এঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। এঘটনায় আলী হোসেনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত পৌণে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিস লক্ষ করে দুটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। তবে এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন। পরিপ্রেক্ষিতে আশপাশে গড়ে উঠা অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং নির্বাচন অফিসের চারদিকে বৈদ্যুতিক বাতির সংযোগ দেয়া হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় সেরা শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে সেরা শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান নির্বাচিত …