নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০০ যাত্রী নিয়ে ছেড়ে গেল বনলতা এক্সপ্রেস

চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০০ যাত্রী নিয়ে ছেড়ে গেল বনলতা এক্সপ্রেস


নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম ২০০ যাত্রী নিয়ে ছেড়ে গেল বনলতা এক্সপ্রেস। আজ ভোর ৫ টা ৫০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ রেল ষ্টেশন থেকে যাত্রা শুরু হয়। বনলতা এক্সপ্রেসের মাধ্যমে চালু হলো প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন যোগাযোগ।

চাঁপাইনবাবগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসি ট্রেনটি পরিদর্শন করে যাত্রীদের ফুল দিয়ে শুচ্ছেভা জানান। তিনি জানান, দীর্ঘদিনের দাবির ফল যেন আজ চাঁপাইনবাবগঞ্জবাসীর পুরণ হলো।

চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাষ্টার মনিরুজ্জামান মনির জানান, চাঁপাইনবাবগঞ্জের জন্য বনলতা এক্সপ্রেসে আসন বরাদ্দ ২৭৬টি আসন। এসি, নন এসি মিলিয়ে ২০০টি টিকিট বিক্রয় হয়। ট্রেনটি রাজশাহীতে কিছুক্ষনের জন্য বিরতি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বেলা ১ টা ৩০ মিনিটে আবারো ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবে ট্রেনটি। শুক্রবার বন্ধ দিয়ে সপ্তাহে ছয়দিন চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চলবে বনলতা এক্সপ্রেস।

এদিকে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বনলতা এক্সপ্রেস ট্রেনটির শুভ উদ্বোধন করেন।

আরও দেখুন

হিলিতে স্বল্প মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হিলিতে স্বল্প মূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা …