শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে ৭ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ অনশন

চাঁপাইনবাবগঞ্জে ৭ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ অনশন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
২০১৮ সালে জাতীয় নির্বাচনী ইশতেহারে সরকারী দলের প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন চেয়ে ৭ দফার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণ অনশন কর্মসূচী পালিত হয়েছে। আজ শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চে সারাদিন ব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পূজা উদযাপন জেলা কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জায়, সদর উপজেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অজিত কর্মকারসহ অন্যরা।

বক্তারা বলেন, বর্তমান সরকার গেলো ২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগে ইশতেহার ঘোষনা করেন। সেই ৭ দফা দাবির বাস্তবায়ন চাই। দাবিসমূহ সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষশ্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শাস্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইন যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

তারা আরো বলেন, ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচী ঘোষণা দেয়া হবে।

আরও দেখুন

বৈশাখের খরতাপে চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের তীব্র তাপদাহে মানুষ ও প্রাণীকুলের জীবন-যাপন হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে চলনবিলের কৃষি …