নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের দুইটি সীমান্তের প্রায় ৪শ জন দুঃস্থ, অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি।

আজ মঙ্গলবার সকালে বিজিবি-৫৩ ও ৫৯ ব্যাটালিয়নের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী এবং শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া সীমান্ত এলাকায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ, বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবি-৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন সহ অন্যান্যে কর্মকর্তারা।

এসময় বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ফকির গ্রুপ ফাউন্ডেশনের সহযোগিতায় দুই ব্যাটালিয়নের উদ্যোগে দুই সীমান্তের দুঃস্থ, অসহায় ও দরিদ্র প্রায় ৪শ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আরও দেখুন

স্মাট ফোনে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে স্মাট মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে …