নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে ব্যাবসায়ীর বাড়িতে সস্ত্রাসী বাহিনী নিয়ে হামলা লুটপাট মারধরের প্রতিবাদে  সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে ব্যাবসায়ীর বাড়িতে সস্ত্রাসী বাহিনী নিয়ে হামলা লুটপাট মারধরের প্রতিবাদে  সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কালীগঞ্জ ফুলবাগান মহল্লায় জোর পূর্বক বাড়িঘর ভাঙ্গচুর জমি দখল মারধর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে  ভুক্তভোগি পরিবারের সদস্যরা।

আজ রবিবার দুপুরে চাঁপাই প্রেসক্লাবের কক্ষে সংবাদ সম্মেলন করেন  ভুক্তভোগি পরিবারের সদস্যরা। 

ভুক্তভোগী জাহাঙ্গীর লিখিত বক্তব্যে জানান, গত ২৪ আগষ্ট সকালে জারজিসহ ৩৫-৪০ জনের একটি মাস্তাস বাহিনী জোরপুর্বক বাড়িতে হামলা চালিয়ে লুটপাট মারধর করে টাকাসহ স্বর্নলংকার  নিয়ে চলে যায়। এ বিষয়ে থানায় অভিযোগ করে কোন লাভ হয়নি বলে জানান  ভুক্তভোগী পরিবার । ভুক্তভোগী জাহাঙ্গীর বলেন বসতবাড়ির যায়গাটি আদালতে তার নিজ বোনের সাথে দীর্ঘদিন ধরে মামলা চলছে। তারপরও হামলাকারী জারজিস তার বোনের যায়গা ক্রয় করে নিয়েছে বলে জোর পুর্বক হামলা চালিয়ে মারধর করে জায়গা দখল ও স্বর্ণালংকার অর্থসহ লুট করে নিয়ে যায়। এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করেন। তিনি আরও বলেন 

 সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় নিয়ে সন্ত্রাসী জারজিস বাহিনীর বিচার দাবি করেন।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …