রবিবার , এপ্রিল ২৮ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, ব্রান্ডি এবং ই-কমার্স ভিত্তিক বিপনন বিষয়ক উপ-প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে দুইদিন ব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন মেলা শুরু হয়েছে।

আজ বুধবার দুপুরে এ মেলার শুভ উদ্বোধন করা হয়। এ মেলা আগামীকাল বিকেল পযন্ত চলবে। নারী উদ্যোক্তা উন্নয়ন মেলায় ৩০টি স্টোলে ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

স্থানীয় এনজিও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে দুইদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন সমাজ সেবা কার্য‌ালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম। এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, প্রকল্পের সভাপতি হাসিব হোসেন, জাতীয় মহিলা বিষয়কের চেয়ারম্যান ইয়াসমিন সুলতানা রুমাসহ অন্যরা। পরে উদ্যোক্তাদের মান উন্নয়নের আলোচনসভা অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *